ইমা এলিস, নিউ ইয়র্ক : গত রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সোসাইটির নির্বাচন চলাকালীন সময়ে সাপ্তাহিক সাদাকালো পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমকে লাঞ্ছিত করার প্রতিবাদে নির্বাচন কমিশনার মোহাম্মদ এ মান্নানের বিচার ও শাস্তি দাবি করেছেন নিউ ইয়র্কের পেশাগত সাংবাদিকসহ বিভিন্ন সুধী সমাজ।

তারা উক্ত ঘটনার জন্য অবিলম্বে মান্নানের বিচার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার এসএম জামাল আহমেদ জনির বরাবরে পৃথক পৃথক বিবৃতি পাঠিয়েছেন। নিউ ইয়র্ক প্রবাসী উত্তরবঙ্গবাসীদের পক্ষ উক্ত বিবৃতিতে স্বাক্ষর করেছেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার ও সাধারন সম্পাদক আশারাফুজ্জামান আশরাফ। এছাড়াও পৃথক আরেকটি বিবৃতিতে স্বাক্ষর করেন সাপ্তাহিক সাদাকালো পত্রিকার প্রধান সম্পাদক আকাশ রহমান।

তারা উক্ত বিবৃতিতে উল্লেখ করেন গত রোববার (২৭ অক্টোবর) দুপুর প্রায় আড়াইটা থেকে তিন টার দিকে সাংবাদিক হিসেবে জামাইকার ইকরা পার্টি সেন্টারে যান উত্তরবঙ্গের কৃতি সন্তান সাপ্তাহিক সাদাকালো পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। কেন্দ্রে কর্মরত নির্বাচন কমিশনার মোহাম্মদ এ মান্নানের বিরুদ্ধে একটি প্যানেলের জন্য পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি নিয়ে তিনি অভিযোগ তোলেন। দুয়েক কথার পর মান্নান মোহাম্মদ আবুল কাশেমের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। অশালীন ও অসৌজন্যমূলক আচরণের পরও তিনি থেমে থাকেননি। শত শত মানুষের সামনেই কেন্দ্রে কর্মরত নিরাপত্তাকর্মী দিয়ে মোহাম্মদ আবুল কাশেমকে ভোট কেন্দ্র থেকে বের করার দেয়ার হুমকি দেন। যা উক্ত কেন্দ্রের সিসিটিভির ক্যামেরায় ধারণ করা রয়েছে। নির্বাচনের পরিবেশে বজায় রাখতে এবং নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সে কারণের তিনি (আবুল কাশেম) কোন প্রতিবাদ করেননি। উক্ত ঘটনাটিকে না বাড়িয়ে এবং পুলিশে ফোন না করে নির্বাচন কমিশনার মোহাম্মদ এ মান্নানের অপমানজনক দুর্ব্যবহার সহ্য করেও স্থান ত্যাগ করেন মোহাম্মদ কাশেম।

মোহাম্মদ আবুল কাশেম নিউ ইয়র্ক কমিউনিটিতে একজন অত্যন্ত পরিচিত ও নিবেদিত প্রাণ সমাজকর্মী ও স্বজ্জন ব্যক্তি। উক্ত ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত হয়েছি কারন তার মত একজন মানুষকে সামান্য বা একদিনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ এ মান্নান কর্তৃক অন্যায়ভাবে হেনস্তা করেছেন। তাকে সামাজিকভাবে লাঞ্ছিত করেছেন। এ কর্মকান্ডে জড়িয়ে তিনি কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ আবুল কাশেমের চরম ক্ষতি সাধন করেছেন বলে উক্ত বিবৃতিতে দাবি করা হয়েছে।

এদিকে সাপ্তাহিক সাদাকালো পত্রিকার প্রধান সম্পাদক আকাশ রহমান উক্ত ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে বলেন, জরুরি ভিত্তিতে উক্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ এ মান্নানের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠ তদন্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান না করলে ভবিষ্যতেও এমন ঘটনার পুনারবৃত্তি ঘটবে এবং একই সাথে বাংলাদেশ সোসাইটিও কলঙ্কিত হবে।

বিবৃতি দাতারা অবিলম্বে নির্বাচন কমিশনার মোহাম্মদ এ মান্নানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অপমানজনক দুর্ব্যবহারের সুষ্ঠ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

(আইএ/এসপি/নভেম্বর ০১, ২০২৪)