সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে এক সাথে ১৮টি মহিষের রহস্যজনক মৃত্যু হয়েছে। আরও কয়েটি মহিষ মুমূর্ষ অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষে ধারনা ঠিকাদারের সরবরাহ করা খাদ্যে বিষক্রিয়ায় এসব মহিষের হতে পারে। 

আজ বৃহস্পতিবার সকালে এসব মহিষের মৃত্যুর ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত্যুর কারন অনুসন্ধনে তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপশি মৃত মহিষগুলোর ময়না তদন্ত করা হচ্ছে।

সরকারি মহিষ মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়ার সহকারি পরিচালক মো. হাবিবুর রহমান প্রারামানিক জানান, ১৯৮৪ সালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় ৮০ একর জমির উপর সরকার দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই খামারে সাড়ে চারশর বেশী মহিষ রয়েছে। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে ঘাস খাওয়ানোর জন্যে খামারের অভ্যন্তরে মাঠে নেয়া হয় পূর্ন বয়স্ক এসব মহিষগুলোকে। ঘাস খাওয়া অবস্থায় কয়েকটি মহিষ ছটফট করতে শুরু করে। অল্প সময়ের মধ্যে ধপাস ধপাস করে এক এক করে ১৮টি মহিষ মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এসময়ে মহিষের দেখ ভাল করা রাখালরা দ্রুত বাকি মহিষগুলোকে শেডে নিয়ে আসার চেষ্ট করা হয়। এরমধ্যে আরো কয়েকটি মহিষ মুমূর্ষ অবস্থায় রয়েছে। এই খবর জানার পর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ছাহেব আলীসহ জেলা ও বিভাগীয় কর্মকর্তাসহ উর্ধ্বতন কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারনা করা হচ্ছে ছিকাদারের সরবরাহ করা খাদ্যে বিষক্রিয়ায় এসব মহিষের হতে পারে।

এ ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করেছে। মৃত মহিষগুলোর নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানোর পাশাপাশি ময়না তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও দাবী করেন তিনি। এখন অসুস্থ্য বাকি মহিষগুলোকে সুস্থ্য করতে চিকিৎসা করা হচ্ছে।

(এসএস/এসপি/অক্টোবর ৩১, ২০২৪)