সালথায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের মানববন্ধন
সালথা প্রতিনিধি : "লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবীতে সালথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টার দিকে কাউলিকান্দা স্কুল মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যদুনন্দী ইউনিয়নের আহ্বায়ক সালেহা বেগম, গট্টি ইউনিয়নের আহ্বায়ক মাহমুদা তালুকদার (রিমা), যুগ্ম আহ্বায়ক গৌতম বিশ্বাস, আটঘর ইউনিয়নের আহ্বায়ক বকুল মাতুব্বর, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সোনাপুর ইউনিয়নের সদস্য সচিব জিন্নাত প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলার নারী ও পুরুষ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা লক্ষ কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করে আসছে। অবৈধভাবে দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের দাবি দেশের টাকা দেশে ফিরিয়ে আনা হোক। অসহায় দারিদ্র্য মানুষের মাঝে বিনা সুদে পুঁজি দেওয়া হোক। যাতে অসহায় গরীব মানুষ গুলোর জীবন যাত্রার মান উন্নত হয় এবং সচ্ছলতা ফিরে আসে। বক্তারা আগামী ২৫শে নভেম্বর সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
(এএন/এসপি/অক্টোবর ৩১, ২০২৪)