সাতক্ষীরায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ক ব্যবসায়ি নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা- চুকনগর সড়কের পাটকেলঘাটা থানাধীন কুমিরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম আনিসুর রহমান (৩৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে। একই গ্রামের ইসহাক সরদারের ছেলে আহত ব্যবসায়ি আব্দুর রবকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রবের ছেলে মো: আল আমিন জানান, আনিসুর রহমান ও তার বাবা একসাথে মৌবক্সে মধু উৎপাদনের ব্যবসা করেন। একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে মৌমাছির বাক্স নিয়ে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তালা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন তার বাবা ও আনিসুর রহমান। সাড়ে ৬টার দিকে তারা কুমিরা বাজার পৌঁছালে খুলনাগামী একটি দ্রুতগামি ট্রাক তাদের ইঞ্জিনচালিত ভ্যানে সজোরে ধাক্কা মারে। এতে আনিসুর রহমান ও তার বাবা আব্দুর রব মারাত্বক জখম হন। স্থানীয়রা তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক আনিসুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
(আরকে/এসপি/অক্টোবর ৩০, ২০২৪)