বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।রাতেই উভয় গ্রুপের একাধিক বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায় কর্মী সমর্থকরা।

স্থানীয় সূত্র জানায়, পাট্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস (হারুন গ্রুপ) ও সাবেক সভাপতি মো: মুরাদ বিশ্বাস (সাবু গ্রুপ) এর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় সাবেক সভাপতি মো: মুরাদ বিশ্বাস (সাবু গ্রুপ) এর পার্টি অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।সেইসাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ছিড়ে ফেলা হয়।পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মুরাদ বিশ্বাস (সাবু গ্রুপ) বলেন, গত কাল সন্ধ্যায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল দেওয়া কে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস (হারুন গ্রুপ) ও তার ভাই প্যানেল চেয়ারম্যান মো: আকিদুল বিশ্বাসের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পার্টি অফিস ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা অফিসে থাকা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ছিড়ে ফেলে।পরে আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে।

পাট্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস (হারুন গ্রুপ) বলেন, বাহের মোড় বাজার কমিটির নির্বাচন কে কেন্দ্র করে মো: মুরাদ বিশ্বাস (সাবু গ্রুপ) নিজেই অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আমি সন্ধ্যায় লোকজন নিয়ে বাজারে প্রতিবাদ মিশিল করে চলে আসি।পরে তারা নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। তারা সারারাত ধরে এলাকায় তান্ডব চালিয়েছে। আমাদের কর্মীদের বাড়িতেও হামলা করেছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাহের মোড় বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।তবে এ ঘটনায় কোন পক্ষেই থানায় অভিযোগ দায়ের করে নাই।

(ওএস/এসপি/অক্টোবর ৩০, ২০২৪)