রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যেবাহী খেলা হাডুডু ও লাঠি খেলা প্রতিযোগিতা।

মঙ্গলবার বেলা ২ টায় মীর ইন্তাজ আলী ফাউন্ডেশন মাঠে এ খেলার আয়োজন করা হয়। এসময় খেলা দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ সমবেত হন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলমগীর কবির , ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কইয়ুম জঙ্গি, সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

(আরআর/এএস/অক্টোবর ২৯, ২০২৪)