‘পণ্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতা ও আইনের প্রয়োজনীয়তা জরুরী’

একে আজাদ, রাজবাড়ী : ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ভোক্তার সচেতনতা খুবই জরুরী।’ আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পাংশায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
উপজেলা প্রশাসন সন্মেলন কক্ষে অনুষ্টিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, ফ্যামিলি প্লানিং কর্মকর্তা সানাউল্লাহ, সেনেটারি ইনস্পেক্টর তৈয়বুর রহমান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, ‘ভোক্তার অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা বা অন্তরায়। তাই ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা জরুরী।’
সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর বক্তারা জোর দেন।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে ভোক্তার সচেতনতার পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে আরো দায়িত্বশীল আচরণ করার আহব্বান জানানো ও কৃত্তিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার বিষয়েও সর্তক করা হয়।
(একে/এসপি/অক্টোবর ২৯, ২০২৪)