ঈশ্বরদীতে মাদকের অভিযানে গাঁজা, বিদেশী রিভালবার ও গুলিসহ আটক ১
ঈশ্বরদী প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাাঁজা, বিদেশী রিভালবার ও গুলিসহ সাহাবুর হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে এবং ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাঘইল কলপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত সাহাবুর হোসেন ওই এলাকার আমির হোসেনের পুত্র। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘইল কলপাড়া গ্রামে সাহাবুলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন কক্ষ হতে অবৈধ মাদকদ্রব্য ২০ গ্রাম গাঁজা, পাকিস্তানী ১টি বিদেশী রিভলবার এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এঘটনায় মাদকের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মাদক আইনে ও অস্ত্র আইনে মোট দুইটি নিয়মিত মামলা দায়ের করেছে।
(এসকেকে/এসপি/অক্টোবর ২৯, ২০২৪)