তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের এলজিইডি অফিস এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মির মোঃ সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপান সংবাদের ভিত্তিতে তাকে শহরের এলজিইডি অফিস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর শহরের বেদগ্রামে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়। এ পথসভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী গাড়ি বহর নিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বিকেলে তার গাড়ি বহর ঢাকা-খুলনা মহা সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ নেতা কর্মীরা হামলা করে। এতে এসএম জিলানী সহ ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। গাড়ি বহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার এ ঘটনায় নিহত হন। গত ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১১৭ জনের নাম উল্রেখ ও ১ হাজার ৫শ’ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে আসামি করা হয়।

(টিবি/এসপি/অক্টোবর ২৯, ২০২৪)