সালথা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান শাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবুল হাসান, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধান উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, গুজব ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেইবিষয়ে সকলের সর্তক থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে এবং এমন কোনো ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ করছি। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধ, উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সকলের প্রতি তিনি আহ্বান জানান।
(এএনএইচ/এএস/অক্টোবর ২৯, ২০২৪)