আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন হোটেল মালিক, ব্যবসায়ী, বাজার কমিটির সদস্যদের নিয়ে আজ সোমবার অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু তালেব, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, বনিক সমিতির সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক ইফতেখার, শিবদীঘি বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান বাকী, সম্পাদক বকুল মজুমদার, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম, হোটেল মালিক নিমাই চন্দ্র প্রমুখ।

(এআই/এসপি/অক্টোবর ২৮, ২০২৪)