নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ তিনজন আটক হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- সাবেক কাউন্সিলর মোঃ উমর ফারুক সাবাস (৩৮), সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৬) ও মনির সিকদার (৩৯)।

জানা গেছে, ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহ শহরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে। এমন খবরে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে সোমবার মধ্যরাতে আসামি মোঃ উমর ফারুক সাবাস, আবু বক্কর সিদ্দিক সাগর ও মনির সিকদারকে আটক করেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায়, ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা নামাপাড়া তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র পিস্তল রক্ষিত আছে। পরে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ধৃত আসামিসহ গত রাতে মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বাড়ী থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি বুলেট ও ১টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আরও অধিকতর তদন্ত চলবে। এ ব্যাপারে জেলা পুলিশের প্রেস ব্রিফিং করে।

(এনআরকে/এসপি/অক্টোবর ২৮, ২০২৪)