মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেনে,আগস্টের আগে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু আমরা কথা বলতে পারছিলামনা। আমরা বুঝতে পারছিলাম, কিন্তু আমাদের অনুশোচনা ছিলনা। সেই একটা জঞ্জাল থেকে, শৃঙ্খল থেকে আমাদের ছোট ছোট ছেলে-মেয়েরা তারা কিন্তু আমাদের মতো সবকিছুর সঙ্গে আপষ করেনি। তারা সেই স্বাধীনচেতা মন থেকে তাদের মধ্যে যে ঐক্যবদ্ধ চেতনা সে চেতনার কারণেই কিন্তু আমাদের এই ৩৬ শে জুলাই। 

আজ রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাব আয়োজিত ’’২৪ এর গণ অভ্যুত্থান অর্জন’’ ধরে রাখার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এসএম উমেদ আলী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান, বাসস প্রতিনিধি ডাঃ সাদিক আহমদ, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দীপ্ত টিভির প্রতিনিধি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, সাবেক প্রেসক্লাব সভাপতি ও সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, প্রেসক্লাব সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ সহ সাংবাদিকরা।

৩৬ শে জুলাই’র প্রেক্ষাপট তুলে ধরে পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ছাত্রদের চাওয়া কী আর আমাদের চাওয়া কী। আমাদের আর তাদের চাওয়া কিন্তু বিদ্যমান কোন প্রার্থক্য নেই। আমরা পারি নাই, তারা পেরেছে। আমরা আমাদের ভবিষ্যতটাকে চিন্তা করতে পারি নাই, তারা তাদের ভবিষ্যতটাকে ঠিকই কিন্তু গঠনের জন্য একত্রিত হয়েছিল। এসময় ৫ আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

(একে/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)