একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি ও ককটেলসহ মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডল (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ রবিবার উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মকলেছুর রহমান ওই গ্রামের মৃত ছবেদ আলী মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।

জানা যায়.গোপন সংবাদের ভিত্তিতে পাংশায় অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী ফারুক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় সেনা সদস্য এবং পাংশা মডেল থানার এস আই মোঃ কামাল হোসেনসহ সঙ্গীয় পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সুবর্ণখোলা গ্রামের রতন খার বসত বাড়ির টিনের একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতর থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক,২টি কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার এবং মকলেছ মন্ডলকে আটক করে। সেখানে তারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছিল।

এ ঘটনায় পাংশা মডেল থানায় মকলেছ মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, ধারাঃ দি আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯(এ) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনের ৪/৬।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন,অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, পূর্বে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা থেকে সন্ত্রাসী সজল, সালমান শাহসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করায় দক্ষিণাঞ্চলে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।

(একে/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)