সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলা প্রশাসনের সাথে খুলনা ও বরিশাল বিভাগের ৭টি বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিআরটি লায়লাতুল মাওয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস সার্ভিস চালানোর জন্য পরামর্শ দিয়ে বলেন, যাত্রীরা হচ্ছে রাস্তার রাজা। তাদের চাহিদা মত ভল সার্ভিস না দিলে আপনার লোকশানের মুখে পড়বেন। সব ক্ষেত্রে যাত্রী সন্তুষ্টি অর্জন করতে হবে। সবগুলো মালিক সমিতিকে একসাথে বসে সার্ভিস-রুট নির্ধারন করার আহবান জানান তিনি।

এসময় বাগেরহাট, রুপসা, খুলনা, মহিশপুরা, পিরোজপুর, ঝালোকাঠি ও বরিশালের বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)