বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজার সংলগ্ন এলাকায় ঘোরা ঘুরি করতে দেখা গেছে বন্যপ্রাণী বিরল প্রজাতির কালো মুখের একটি হনুমান। গত শনিবার দুপুরে হনুমানটি লোকালয়ের ঢুকে পড়েছে, এমন দৃশ্য চোখে পড়ে এলাকাবাসীর। 

স্থানীয়দের ধারণা খাবারের সন্ধানে হয়তোবা বন্যপ্রাণী হনুমান লোকালয়ে এসেছে। পরে উৎসুক জনতা হনুমানটিকে দেখার জন্য ভিড় করতে দেখা যায়। এছাড়া অনেকে আবার এই প্রাণীটিকে কলা বিস্কুটসহ বিভিন্ন খাবার দেয়। এক পর্যায়ে হনুমানটি কিছু সময় ধরে খাবার খেয়ে লোকাল ছেড়ে একটি গাছে অবস্থান করতে দেখা গেছে।

(বিএস/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)