‘মিথ্যা হত্যা চেষ্টা মামলায় ৭০ বছরের সাজা হলে শেখ হাসিনার সাজা হবে হাজার বছরের’
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আরাফাত রহমান কোকোকে যার নির্দেশে সাজা দেওয়া হয়েছে,তিনিই আবার সান্তনা দিতে আসলেন খালেদা জিয়াকে। তার দুঃশাসনে অতিষ্ঠ ছিল সবাই। পনের বছরের দুঃশাসন শেষে দুপুরের খাবার রেখে শেখ হাসিনা পালিয়েছে। সারা দুনিয়া তা দেখেছে। মিথ্যা হত্যা চেষ্টা মামলায় যদি আমার ৭০ বছরের সাজা হয়, তবে শেখ হাসিনার সাজা হতে হবে হাজার বছরের।
আজ শনিবার বিকেলে সাতক্ষীরার তালার জলাবদ্ধ এলাকার বানভাসি সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার বিকেলে উপজেলার দেওয়ানিপাড়া বাজার এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আব্দুল মান্নান মোড়ল মিঠু, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, তালা উপজেলার যে সব এলাকা অতিবর্ষণে প্লাবিত হয়েছে,আগামী ১ মাসের মধ্যে সে সব এলাকার পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে।
(আরকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)