পাংশা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকটে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্র্মকর্র্তা ও নৈশপ্রহরীর পদটি কয়েক বছর ধরে শূন্য রয়েছে। এতে দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সাল থেকে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্র্মকর্তার পদ এবং ২০২২ সাল থেকে নৈশপ্রহরীর পদ শূন্য রয়েছে। সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ বদলিজনিত কারণে এবং নৈশপ্রহরী পদে অবসরজনিত কারণে শূন্য হয়। শূন্যপদে কর্মকর্তা-কর্মচারী পদায়নের জন্য কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হলেও উল্লেখিত পদে জনবল পদায়ন করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্র্তা আবুল কালাম আজাদ বলেন, অফিসের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হয়। পাংশা একটি বড় উপজেলা। এখানে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান ও ৯টি কলেজ আছে। মাধ্যমিক শিক্ষা অফিস দাপ্তরিক কাজের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সম্পৃক্ত। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাজের জন্য সরাসরি শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা অফিসে আসেন। কখনো প্রয়োজনীয় কাজের জন্য শিক্ষকরা অফিসে যোগাযোগ করেন।
তিনি বলেন, দপ্তরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হিসাবরক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক এবং একাডেমিক সুপার ভাইজার পদে কর্মকর্তা-কর্মচারী থাকলেও কয়েক বছর ধরে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্র্তার ও নৈশপ্রহরীর পদ শূন্য রয়েছে। অফিসের সার্বিক কার্যক্রম পরিচালনায় শূন্য দুটি পদের গুরুত্ব রয়েছে। শূন্যপদ পূরণ খুবই জরুরি। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্র্মকর্তার ও নৈশপ্রহরীর শূন্য দুটি পদ পূরণে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
(একে/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)