স্টাফ রিপোর্টার : গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৬ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া উচ্চবিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগ গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। বিএনপিকে ভাঙতে সব ধরনের ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে তারা।

তিনি বলেন, এত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়নি। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়। বিএনপি ছিল, আছে এবং থাকবে।

বিএনপির এই নেতা বলেন, শহীদ জিয়া কখনও আত্মসমর্পণ করেননি, খালেদা জিয়াও আপস করেননি। আমাদের নেত্রী কখনও পালিয়ে যাননি। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। আমাদের আন্দোলন চলমান থাকবে।

জাহিদ হোসেন বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জনগণই সকল ক্ষমতা উৎস। তারেক রহমান বলেছেন, জনগণের ভালোবাসা অর্জন করার জন্য। বন্যায় বিএনপির নেতাকর্মীরা বন্যার্তদের পাশে ছিল। এখন পুনর্বাসনের কাজ করছেন।

অনুষ্ঠানে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াছিন, বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)