আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সংঘবদ্ধ একদল চোর রাতের আধারে সার্বজনিন শীতলা মন্দিরের শীতলা প্রতিমার দুইটি স্বর্ণের চোখ ও দান বাক্সের টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের কবি বাড়ি এলাকায়।

মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথ জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে সেবাইত বলরাম শঙ্খ বনিক পূজা করতে মন্দিরে এসে চুরির বিষয়টি দেখতে পেয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দদের জানান। তিনি আরও জানিয়েছেন, সংঘবদ্ধ চোরেরা বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শীতলা মন্দিরের গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রতিমার দুইটি স্বর্ণের চোখ খুলে ও দুইটি দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরির করে নিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথ বাদি হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। সরেজমিন পরিদর্শন করে গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও জেলা উত্তর বিএনপির সদস্য দুলাল রায় দুলু মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন।

(টিবি/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)