বরিশালে মাদকাসক্তদের জন্য সর্বাধুনিক চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাদকাসক্তি কখনোই কারো জন্য কাম্য নয়। মাদকাসক্তির কারণে হরমোনে ভারসাম্যহীনতা দেখা যায়। শরীরে মাদকদ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। এ অবস্থায় মাদকদ্রবের প্রতি আসক্তি কমাতে প্রয়োাজন পরে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রের।
সব বয়সের মাদকাসক্তদের কথা চিন্তা করে এই সর্ব প্রথম বরিশাল নগরীর রূপাতলী এলাকার দপদপিয়া পুরাতন ফেরী ঘাট সড়কে যাত্রা শুরু করেছে সর্বাধুনিক দি গ্রীন লাইফ মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসা কেন্দ্র।
সঠিক চিকিৎসা ও সেবার মাধ্যমে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অঙ্গীকারের কথা জানিয়ে দি গ্রীন লাইফের পরিচালক সুমন তালুকদার বলেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কথা উঠতেই মারধর-নির্যাতন, কিংবা দীর্ঘদিন আটকে রেখে অর্থ আদায়ের বিষয়টি সামনে চলে আসে। এছাড়া পরিচয় জানাজানি হওয়ার ভয়েও মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবার নিরাময় কেন্দ্রের দ্বারস্থ হতে চাননা।
তিনি আরও বলেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এই গতানুগতিক ধারণা পাল্টে দিতেই বরিশালে সর্বাধুনিক ভাবে দি গ্রীন লাইভ মাদকাসক্ত ও মানসিক রোগ চিকিৎসা কেন্দ্রের শুক্রবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ওইদিন দোয়া-মিলাদের মাধ্যমে এ কেন্দ্রের উদ্বোধণ করা হয়।
সুমন তালুকদার আরও বলেন, কোনো মানুষ কখনোই নিজের ইচ্ছায় মাদকআসক্ত হয়না। কেউ জেনে বুঝে মাদকের মতো কঠিন ফাঁদে পা দেয় না। কোন না কোন ভাবে মাদকাসক্ত হওয়া ব্যক্তিদের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের একমাত্র অঙ্গিকার।
(টিবি/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)