গৌরনদীতে যুবদলের প্রস্তুতি সভা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা করেছে যুবদলের নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে পৌর যুবদলের উদ্যোগে হযরত মল্লিক দূত কামার মাজার মাদ্রসা হলরুমে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাবের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বরিশাল (উত্তর) জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর সরদার দপ্তর সম্পাদক সোহাগ গাজী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল জব্বার, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার মোল্লা, সাধারণ সম্পাদক জামাল সরদার, পৌর শ্রমিক দলের সভাপতি নুর আলম হাওলাদার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শরীফ মশিউর রহমান সহ অন্যান্যরা।
অপরদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাস্তবায়ন করতে শুক্রবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ডে পৌর যুবদলের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(টিবি/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)