ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহসড়কের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর নামকস্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছে ৭ জন।
আজ শুক্রবার ভোরে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী নওশিন এন্টার প্রাইজ নাকে একটি নাইট কোচ নিয়ন্ত্রন হারিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর নামকস্থানে রাস্তার পাশে জমিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ৮ জনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ১ জন মারা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মীর মহিব্বুল ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। গাড়ীর ড্রাইভার ও হেল্পার পলাতক। আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় পেলে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।
(এসএস/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)