বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামে পিকআপ চালক নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বক্স উচ্চ বিদ্যালয়ের সামনে ঠাকুরগাঁও জেলা শরহ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ট্রাক ও বিপরীতমুখী দিনাজপুর থেকে আসা ঠাকুরগাঁওগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
নিহত পিকাপ চালক এনামুল হক (৪৬) সরিজপুর নওগাঁ সদর শফির উদ্দিনের ছেলে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ড্রাইভারকে উদ্ধার করেছে। এঘটনায় ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর জানান,রহিম বখস স্কুল সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার মোঃ এনামুল হক গুরুতর আহত হলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে দশ মাইল হাইওয়ে পুলিশ অবস্থান করছে। নিহত ড্রাইভারের লাশ বীরগঞ্জ উপজেলা কমপ্লেক্সে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি ঘটনাস্থলেই রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এসএস/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)