সোনারগাঁয়ে প্রাইভেট কার চালকের লাশ উদ্ধার
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তির রক্তাক্ত ক্ষতবিক্ষত, গলাকাটা লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোঃ হানিফ (৬০), সে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা, পেশায় একজন প্রাইভেটকার চালক বলে জানা যায়।
সকালে পিরোজপুর বাসস্ট্যান্ডের কাছে মৃধাকান্দি গ্রামের প্রবেশ মুখে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় দৃবৃর্ত্তরা লোকটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশটি নির্জন রাস্তার পাশে ফেলে গেছে। পুলিশ এসময় লাশের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে, উদ্ধারকৃত মোবাইলে কল আসলে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্তের পর কারণ জানা যাবে।
(এসবি/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)