আঞ্চলিক প্রতিনিধি : ফরিদপুর জেলা ছাত্রদলের সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ও তার পরিবারের দুই জনকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী। লাউ গাছের চারা চুরিকে কেন্দ্র করে এই মারামারির সুত্রপাত ঘটেছে।

শুক্রবার ২৫ অক্টোবর সকাল ৮টায়, জেলার সদর উপজেলাধীন, কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ শেখ সকালে তার নিজ জমিতে রোপণকৃত লাউ এর চারা না দেখতে পেয়ে প্রতিবেশী সোহাগ এর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে সোহাগ আজাদকে গালমন্দ করে মারতে তেড়ে আসে। এ ঘটনা তার চাচাতোভাই ছাত্রদল নেতা মোশাররফ এর নিকট গিয়ে বলে। ওই ছাত্রদল নেতা অভিযুক্ত সোহাগের কাছে ঘটনার বিস্তারিত জানতে তার বাড়িতে গেলে সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তাদের অতর্কিত হামলা করে। হামলায় ছাত্রদল নেতা মোশাররফ হোসেন আহত হয়। ঘটনাস্থলে আহত মোশাররফ কে উদ্ধার করতে গিয়ে মা শাহানা বেগম (৪৮) এবং ভাই বিল্লাল হোসেন (২৫) হামলার শিকার হয়। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

অভিযুক্ত হামলাকারীরা হলেন, সোহাগ (২৭), সেলিম (৩৫), শেখ মিলন (২০) তারা সকলে ওই ছাত্রদল নেতার প্রতিবেশী।

আহত ছাত্রদল নেতার পিতা এলেম শেখ বলেন, বাড়ির পাশে প্রতিবেশীদের একটি গ্যাঞ্জাম মীমাংসা করতে গিয়ে আমার দুই ছেলে ও স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। এই ঘটনার বিচার চাই আমি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিউ/এএস/অক্টোবর ২৫, ২০২৪)