ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচভিপি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সোহাগী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন এমওডিসি ডা. জাবির আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক বায়জীদ মিয়া, সোহাগী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানোয়ারা বেগম, স্বাস্থ্য সহকারী জগদ্বীশ চন্দ্র দাস, ফাতেমা আক্তার প্রমুখ।

জানা যায়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের ৭ নভেম্বর পর্যন্ত এ টিকা প্রদান করা হবে। স্কুলে টিকাদান শেষে কমিউনিটি পর্যায়ে ২৪ নভেম্বর পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করবেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, এসব টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নারী ন্বাস্থ্য সুরক্ষায় এ টিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনলাইন রেজি. সম্পন্ন করে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকা নেয়া জরুরি।

(এন/এসপি/অক্টোবর ২৪, ২০২৪)