রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ‘দানা’ মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। ১৫৬ টি আশ্রয়কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। শুক্র ও শনিবারের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। এছাড়া ৯টি পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারে ১১ হাজার জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। নগদ ৭ লাখ টাকাসহ ৪৪২ মে.টন চাল মজুদ রয়েছে ত্রাণ কার্যক্রমের জন্য। 

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘দানা’র প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন।

এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বৃহষ্পতিবার সকাল থেকে কখনো গুড়ি-গুড়ি আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৩নং সতর্ক সংকেত বলবৎ রয়েছে উপকুলীয় অঞ্চলে।

(আরকে/এসপি/অক্টোবর ২৪, ২০২৪)