নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজলার চর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী মন্ডল হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী উপজলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়।

বুধবার বলা সাড় ১০টার দিক চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থী ও স্হানীয় লোকজন মিছিল নিয়ে বের হন। মিছিলটি চরদৌলতপুর বাজার গিয়ে শেষ হয়। সেখান সমাবশ বক্তব্য দেন চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফকির, স্হানীয় ইতনা ইউনিয়ন পরিষদের সদস্য তাসলিমা বেগম, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল ফরিদ মোল্যা, স্হানীয় বাসিন্দা শাকিল ফকির প্রমুখ। মিছিল ও সমাবশ থেকে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

উল্লেখ্য, সবিতা রানী মন্ডল (৫৭) লোহাগড়া উপজেলার চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। চরদৌলতপুর গ্রামে নিজের বসতঘরে গত রোববার গভীর রাতে তিনি দুর্বৃত্তদের হাতে খুন হন। এ ঘটনায় নিহতের স্বামী পরিতোষ মন্ডল বাদী হয়ে সোমবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারে নাই।

(আরএম/এএস/অক্টোবর ২৪, ২০২৪)