স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফিলিপ হিউজের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেটবিশ্ব। তার এই বিদায়ে নির্বাক সবাই। তারই অংশ বিশেষ শ্রীলঙ্কা-ইংল্যান্ড সাত ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠে নীরবতা পালন করেন।

গত ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান হিউজ। এরপর তাকে সিডনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করার সময় সিন অ্যাবটের একটি বাউন্স বলে মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন হিউজ। এর পরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত সিডনির সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুদিন কোমায় থেকে গত ২৯ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন হিউজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

(ওএস/পি/নভেম্বর ২৯, ২০১৪)