একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে ব্র্যাক ড্রাইভিং স্কুলের ফোর হুইলস টু ফ্রিডম প্রজেক্টের তিন মাস মেয়াদী আবাসিক পেশাদার নারী ড্রাইভিং প্রশিক্ষণ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ব্র্যাক ড্রাইভিং স্কুলের পেশাদার নারী ড্রাইভিং প্রশিক্ষণ ব্যাচের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন। এসময় তিনি পেশাদার ড্রাইভিং-এ নারীদের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে নারী প্রশিক্ষণার্থীদের সাথে আলোচনা করেন। পাশাপাশি তাদের মনোবল বাড়াতে উৎসাহ দেন এবং উদ্বুদ্ধ করেন।

প্রতিবছরের মতো এ বছরও ব্র্যাক ড্রাইভিং স্কুল সমাজে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য ১২ জন নারীকে নিয়ে তিনমাস মেয়াদী আবাসিক পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে ব্র্যাক ড্রাইভিং স্কুল সম্পূর্ণ বিনা খরচে এ নারী প্রশিক্ষণার্থীদের পেশাদার ড্রাইভিং লাইসেন্সসহ তিন মাস মেয়াদী মৌলিক ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করবে। এরপরে আরো তিন মাসের জন্য এদের প্রত্যেককে ইন্টার্নশিপ এর ব্যবস্থা করবে যেখানে তারা সম্মানীও প্রদান করা হবে।

(একে/এএস/অক্টোবর ২৩, ২০২৪)