রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা বিশেষ টাস্কফোর্স এর পক্ষ থেকে পেঁয়াজের আড়ত তদারকি করা হয়েছে।

আজ বুধবার ‌ফরিদপুরের ‌ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজ আড়তে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ওই বিশেষ টাস্কফোর্স।

ওই অভিযানে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাজুল হক ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজের আড়ত মোল্লা ট্রেডার্স এর মালিক মো. বাশার মোল্যাকে ৫ হাজার টাকা ও হোসেন ট্রেডার্সের মালিক মো. হোসেন শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও বিশেষ টাস্কফোর্সের অংশ হিসেবে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ পেঁয়াজের আড়ত রাবেয়া এন্টারপ্রাইজ এর মালিক মো. বাহাদুর বিশ্বাসকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাজুল হক ওই অভিযান শেষে গণ মাধ্যমকে জানান, জরিমানা করে দুষ্ট চক্রকে থামানো সম্ভব নয়। ব্যবসায়ীদের নৈতিকতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে। পুঁজিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়ে যে সব ব্যবসায়ী মজুদদারি করে সিন্ডিকেট তৈরী করে বাজারে অস্তিরতা সৃষ্টি করেন, তাদেরকে এ বিশেষ টাস্কফোর্স একচুলও ছাড় দিবেনা বলে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাজুল হক।

(আরআর/এসপি/অক্টোবর ২৩, ২০২৪)