রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

৩২ বছরের বৈষম্য অবসান ঘটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত ও নিয়মিত কর্মরত প্রায় সাড়ে ৩ হাজার অনার্স মাস্টার্স শিক্ষককে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিও ভুক্তির দাবিতে ও ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে ওই কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন কাদিরদি কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক, সঞ্চয়িতা সাহা প্রমুখ।

সভায় বক্তারা, এমপিও ভুক্ত না হওয়ায় তাদের বিভিন্ন দুঃখ ও দুর্দশা কথা তুলে ধরেন। এসময় তারা মাননীয় ‌প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন কর্মসূচিতে ফরিদপুর বোয়ালমারীর কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, নব কাম ডিগ্রী কলেজ, বোয়ালমারী কাদিরদি কলেজ ও ফরিদপুর মহাবিদ্যালয় এর শিক্ষকেরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ছাড়াও ওই শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট দাবির কথা তুলে ধরে একটি স্মারক লিপি প্রদান করেছেন।

(আরআর/এসপি/অক্টোবর ২৩, ২০২৪)