স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়ারা জজ প্রথম আদালতের বিচারক জান্নাতুল নিলিফা আক্তার জাহান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মনির হাসান বালিয়াকান্দি নলিয়ার নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে মনির হাসান ও হাসি বেগমের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। এছাড়া বিয়ের পর থেকে মনির হাসান তার স্ত্রী হাসি বেগমের বাড়ীতে ঘরজামাই হিসাবে থাকতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। সে ধারাবাহিকতায় পারিবারিক কলহের জেরে ২০২৩ সালে ২৯ জুন মধ্যরাতে স্বামী মনির হাসান তার গলা চেপে ধরে গোয়ালঘরের মধ্যে থাকা চাড়ির পানির মধ্যে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে নিহত হাসি বেগমের ভাই ইয়াকুব মোল্লা বাদি হয়ে রাজবাড়ী থানায় মামলা করেন।
বাদি পক্ষের আইনজীবী বিজন বোস রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।