আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তাসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতের পরিবারের সদস্যরা।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জানান, ২৪ এর গণঅভ্যুত্থানে বরিশাল বিভাগের ছয় জেলায় ৩০ জন শহীদ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রায় চারশ’ জন। যারা শহীদ হয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন তাদের কেউ খোঁজ খবর নিচ্ছেন না। সংবাদ সম্মেলনে এসব পরিবারকে পূঃনর্বাসন করার পাশাপাশি দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি করা হয়েছে।

লিখিত বক্তব্যে আহত ছাত্রদের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমাতুল্লাহ সাব্বির গণঅভ্যুত্থানে নিহত শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ পাঁচ দফা ও আহতদের সু-চিকিৎসার দাবিসহ পাঁচ দফার দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, শহীদ মাতা সেলিনা বেগম, আহত শিক্ষার্থী জাকির হোসেনসহ আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/অক্টোবর ২২, ২০২৪)