মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালী সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আওয়ামিলীগ নেতা কর্মিদের হুমকি, ধামকিসহ চলমান নির্যাতন ও মাথা চাড়া দিয়ে ওঠার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭ টায় উপজেলার ভুঁইয়ারহাট বাজারে এ সমাবেশের আয়োজন করে সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ সিদ্দিকী সৈকতের সঞ্চালনায় ও চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্যাহ সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সুবর্ণচর উপজেলা যুবদলের অভিভাবক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন হোসেন রোহান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মহি উদ্দিন মহিম, চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ উপজেলা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শেখ হাসিনা বিগত ১৬ বছরে হাজার হাজার গুম, খুন করেছেন, সব শেষে ছাত্র আন্দোলনেও শত শত ছাত্র ভাইদের হত্যা করেছে অনতিবিলম্বে তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে। শেখ হাসিনার পতনের পর কিছু অসাধু কুচক্রী মহল সাধারন মানুষকে হয়রানী করছে। অতিতে অনিয়ম দূর্ণিতী আওয়ামীলীগ করেছে কিন্তু বিএনপি তাদের মত দল নয়, বিএনপি প্রতি হিংসার রাজনিতী করে না, যারা বর্তমানে লুটপাট করছে তারা আওয়ামলীগের সমর্থক তারা এসব করে বিএনপির ওপর দায় চাপাতে সড়যন্ত্রে লিপ্ত। কিছু বিএনপি নেতা কর্মি আওয়ামীলীগকে পূনরায় সংগঠিত করতে আওয়ামীলীগ নেতাকর্মিদের আশ্রয় পশ্রয় দিচ্ছেন যা মোটেও কাম্য নয়।
আগামিতে সেসকল লেবাস ধারী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানান বক্তারা।

পরে বক্তারা ভূঁইয়ার হাট বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে, মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরো পয়েন্টে শেষ হয়।

(আইইউএস/এএস/অক্টোবর ২২, ২০২৪)