ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি থেকে শুরু হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বৈঠক বসে সোমবার। বৈঠকে সিদ্ধান্ত হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। ওই দিন চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ২৫ জানুয়ারি হবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়। এর আলোকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা হতে। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত।
এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়।
(ওএস/এসপি/অক্টোবর ২১, ২০২৪)