রিপন মারমা, রাঙ্গামাটি : বন্যহাতির তান্ডবে কাপ্তাই পুলিশ সার্কেল অফিসের একটি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, সোমবার দিবাগত রাত ২ টায় দিকে কাপ্তাই পুলিশ সার্কেলের অফিসে ৩ টি বন্যাহাতি এসে পুলিশের টিনের ঘরে ব্যারাকে ভাংচুর করে।

এর মাঝে ১ টি হাতি পুলিশ সদস্যের রূমে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো করে ফেলে। উক্ত রুমের পুলিশ সদস্য কাপ্তাই নতুন বাজার এলাকায় স্বপরিবারে বসবাস করে বিধায় রুমটিতে কেউ ছিল না।

পরবর্তীতে ঘটনার সংবাদ পেয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি হতে হাতি তাড়ানোর একটি টিম ঘটনাস্থলে পৌঁছিয়ে হুইসেল বাজিয়ে হাতিগুলো তাড়ানো হয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন বলেন, হাতিগুলো খাদ্য সংকটের কারণে লোকালয়ে চলে আসতে পারে।

(আরএম/এএস/অক্টোবর ২১, ২০২৪)