রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুর কবিরকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত নুরুল কবির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর রিফিউজি পাড়া এলাকার বাসিন্দা।

থানার ওসি মো মাসুদ জানান, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম এর নির্দেশনায় থানার এসআই দীপংকর কুমার শীল এবং সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩ টায় নারী শিশু- ৯১/২৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী নুর কবিরকে কাপ্তাই বড়ইছড়ি মোড় এলাকা হতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, আটককৃত আসামিকে সোমবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(আরএম/এএস/অক্টোবর ২১, ২০২৪)