বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত, আহত ৫
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলস এর দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়েছে।
গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাপাইনবাবগঞ্জের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলাম (২৮) ও রাজশাহীর পুটিয়া পৌর সভার উৎসব দত্ত (৫০)।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ওভারটেক করার সময় একটি দ্রুতগামী মাছের ট্রাক ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসকে পিছনের দিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসের ভেতরে পেছনের সীটগুলোতে বসে থাকা যাত্রীরা ছিটকে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়, আহত হয় কমপক্ষে ৫ জন। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও ওই অবস্থাতেই তারা পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে এবং এ বিষয়ে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
(এডিকে/এসপি/অক্টোবর ১৯, ২০২৪)