রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : সতীশ রায় হত্যা মামলার পলাতক আসামি তপন মল্লিককে গ্রেফতার করেছ র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ননিক্ষীর এলাকায় জনৈক নারান মৌলিক এর চায়ের দোকানের সামনে, বৈদ্যুতিক সঞ্চালন লাইন কেটে দেওয়াকে কেন্দ্র করে সতীশ রায় ও তার সহযোগীদের সাথে তপন মল্লিকের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তপন মল্লিক রাগান্বিত হয়ে তার অন্যান্য সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে সতীশ রায় ও দীপঙ্কর রায়ের উপর এলোপাথাড়ি আক্রমন শুরু করে। মারপিটের একপর্যায়ে সতীশ রায় ও দীপঙ্কর রায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তপন মৌলিক ও তার অন্যান্য সহযোগীরা সতীশ রায় ও দীপঙ্কর রায়কে গুরুতর রক্তাক্ত জখম করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর স্থানীয় লোকজন সতীশ রায় ও দীপঙ্কর রায়কে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার বর্তব্যরত চিকিৎসক সতীশ রায়কে মৃত ঘোষণা করেন এবং দীপঙ্কর রায়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই ঘটনায় মৃত সতীশ রায়ের পরিবারের লোকজন বাদী হয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় আসামী তপন মল্লিকসহ ১১ জন এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলা রুজুর বিষয়টি জানতে পেরে ওই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামীরা আত্মগোপনে চলে যায়। ইতোমধ্যে ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ১৮ অক্টোবর আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের ওই আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও র‌্যাব-০৮ এর সহযোগীতায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন কালীবাড়ি মোড় এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকায় চাঞ্চল্যকর সতীশ রায় হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী তপন মল্লিক (৩৩), পিতা-নারায়ণ মৌলিক, সাং-ননিক্ষীর, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকাণ্ডের তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এএস/অক্টোবর ১৯, ২০২৪)