গৌরনদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ২০২৩ সালের ৭ অক্টোবর বরিশালের গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে গৌরনদীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হলো।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক সাবেক ভিপি সুমন মোল্লা, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাতুল শরীফ, ইউপি সদস্য রাসেল সরদারসহ নামোল্লেখিত ২৮ জন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা বাচ্চু সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদী এজাহারে উল্লেখ করেন- বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত থাকার কারনে গত ২০২৩ সালের ৭ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে চাঁদশী বাজারে বসে মামলার ১নং আসামী হারিছুর রহমানের নির্দেশে ও ২ নং আসামী সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বাদীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে আসামীরা।
আজ শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
(টিবি/এসপি/অক্টোবর ১৮, ২০২৪)