ধামরাইয়ে গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত
দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে হায়েচ গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। এতে একজন সিএনজি চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পূর্বপাশে এন অ্যান্ড এন নামে সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হায়েচের চালক ফারুক হোসেন (৫০) ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফারুক হোসেন তার নিজের হায়েচ গাড়িতে গ্যাস নেওয়ার জন্য শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এন অ্যান্ড এন নামে সিএনজি ফিলিং স্টেশনে যায়। গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়।
এ সময় গাড়ির পাশেই দাঁড়িয়েছিলেন চালক ফারুক হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অজ্ঞাত এক সিএনজি চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনা প্রসঙ্গে এন অ্যান্ড এন সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আবু সাঈদ বলেন, হায়েচ গাড়িটিতে গ্যাস রিফিল করার সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় ওই গাড়ির চালক নিহত হন এবং অজ্ঞাত এক সিএনজি চালক আহত হয়েছেন। বিস্ফোরিত গাড়ির কাচ অন্য ব্যক্তিগত গাড়ির ওপর গিয়ে পড়লেও তেমন ক্ষতি হয়নি।
খবর পেয়ে ধামরাই থানার এসআই নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হয়েচ গাড়ির সিলিন্ডারটি হয়তো মেয়াদউত্তীর্ণ ছিল। বিস্ফোরণে নিহত চালকের লাশ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
(ডিসিপি/এসপি/অক্টোবর ১৮, ২০২৪)