ধামরাইয় পৌর বাজারে সন্ধ্যা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাই পৌর বাজারের প্রধান সড়কের উপর সন্ধ্যা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সোয়া বারটার দিকে সন্ধ্যা জুয়েলার্সের উপরে টিনের চালা কেটে ঘরে প্রবশে করে দুর্বৃত্ত। প্রবেশের পর ঘরের ভেতরে সিন্ধুকের তালা ড্রিল মেশিন দিয়ে কেটে ৮ ভরি স্বর্ণ, ২৫ ভরি রুপা, নগদ ৮০ হাজার টাকা লুটে নেয় বলে জানান।
সন্ধ্যা জুয়েলার্সের মালিক পানু পাল।এ দুর্বৃত্তায়নের সংবাদ শুনে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল সন্ধ্যা জুয়েলার্স পরিমর্শন করেছেন। রাতেই পানু এঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আজ শুক্রবার তদন্তে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে ওসি তদন্ত বলেছেন বলে জানান জুয়েলারীর মালিক পানু পাল। তিনি বলেন, এ রির্পোট লেখা পর্যন্ত সন্ধ্যায়ও থানা থেকে কেউ তদন্তে আসেননি বলে জানান।
সন্ধ্যা জুয়েলার্সে মালিক পানু পালের শশুর টেইলার্স মাষ্টার বাবুল কে ঘটনা স্থলে পেয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ঘরের উপরের চালা কেটে এক একজন নীচে নেমে ড্রিল মেশিন দিয়ে সিন্ধুকের তালা কেটে স্বর্ণ্ংকার নিতে দেখা গেছে সিসি ক্যামেরায়।এমন কি একটি মমের মধ্যে কারিগর দের গোড়া স্বর্ণ জমা থাকে সে মম চাকাটিও নিয়েছে। দুর্বৃত্ত যে ভাবে নেমেছিল ঠিক সেই ভাবেই উঠে গেছে।তবে সঠিক করে তিনি বলতে পারেননি চোরের পরিচয়।
উপস্থিত লোক জন ব্যবসাীরা জানান রাতে প্রতি দিন বাজারের পাহারার ব্যবস্থা রয়েছে। পাহারা দার রা একটু পাশেই মোস্তাফা মার্কেটের সামনে বসে ছিল। কিভাবে এমন ঘটনা ঘটলো এ প্রশ্ন সকলের। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
(ডিসিপি/এসপি/অক্টোবর ১৮, ২০২৪)