শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন মানব পাচারকারীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৪২ দিনাজপুর ব্যাটালিয়নের অধিনস্থ কিশোরীগঞ্জ বিওপির টহলদল দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শংকপনী নামক স্থানে সীমান্ত পিলার ৩৩০ মেইন পিলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন মানব পাচারকারীসহ ৭ জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। সীমান্তের ধান ক্ষেতের মধ্য থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আহসান উল ইসলাম।

তিনি বলেন, মানব পাচারকারির হোতা মোশারফ (৩০) সহ ৭ জনকে আটক করা হয়েছে। মোশারফ দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আটককৃত অন্যান্যরা হলেন- পলাশ চন্দ্র সেন (৩৩), প্রিয়াঙ্কা রানী (২৫), ধ্রুবো চন্দ্র সেন (০৭), শম্পা রানী (২২), জবা রানী (০৬) ও ঋতু রানী (০৩)। আটককৃত ব্যক্তিদেরকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এসএস/এসপি/অক্টোবর ১৭, ২০২৪)