নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা যুবদলের উদ্যোগে আজ বৃ্‌হস্পতিবার সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ময়মনসিংহ দক্ষিণের সাবেক সভাপতি একেএম মোশাররফ হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়। 

দক্ষিণের যুদলেরর সংগ্রামী সভাপতি রুকুনুজ্জামান ও সাধারণ এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু এতে বক্তব্য প্রদান করেন এবং দুস্থ ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

মিলাদ ও দোয়া মোনাজাত পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা এখলাস উদ্দীন বাবুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে জেলা যুবদলের সহ সভাপতি ফরহাদ আলী, হুমায়ুন কবীর খোকন, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রাম বর্মন, সহ সভাপতি সোহেল (দক্ষিণ যুবদল)।

(এনআরকে/এসপি/অক্টোবর ১৭, ২০২৪)