দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাই পৌর বাজারের প্রধান সড়কের উপর সন্ধ্যা জুয়েলার্সে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সোয়া বারটার দিকে সন্ধ্যা জুয়েলার্সের উপরে টিনের চালা কেটে ঘরে প্রবশে করে দুর্বৃত্ত। প্রবেশের পর ঘরের ভেতরে সিন্দুকের তালা ড্রিল মেশিন দিয়ে কেটে স্বর্ণ লুটে নেয়। কতটুকু স্বর্ণ লুট হয়েছে তা সঠিক করে এখনো প্রকাশ করেনি মালিক পক্ষ।এ সংবাদ শুনে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল সন্ধ্যা জুয়েলার্স পরিদর্শন করেছেন।

সন্ধ্যা জুয়েলার্সের মালিক পানু পালের শশুর টেইলার্স মাষ্টার বাবুল বলেন, ঘরের উপরের চালা কেটে এক একজন নীচে নেমে ড্রিল মেশিন দিয়ে সিন্ধুকের তালা কেটে স্বর্ণলংকার নিতে দেখা গেছে সিসি ক্যামেরায়। এমন কি একটি মোমের মধ্যে কারিগরদের গুড়া স্বর্ণ জমা থাকে সে মোম চাকাটিও নিয়েছে। দুর্বৃত্ত যেভাবে নেমেছিল ঠিক সেই ভাবেই উঠে গেছে। তবে সঠিক করে তিনি বলতে পারেননি কত টুকু স্বর্ণ খোয়া গেছে।

উপস্থিত লোক জন ব্যবসাীরা জানান রাতে প্রতি দিন বাজারের পাহারার ব্যবস্থা রয়েছে। পাহারাদাররা একটু পাশেই মোস্তাফা মার্কেটের সামনে বসে ছিল। কিভাবে এমন ঘটনা ঘটলো এ প্রশ্ন সকলের। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ধামরাই থানার ওতি মোনিরুল ইসলাম জানান এখনো থানায় কেউ আসেনি।

(ডিসিপি/এএস/অক্টোবর ১৭, ২০২৪)