রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহরে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম করেন আলিপুরের দুর্বৃত্তরা।

এসময় স্থানীয় মৃত ফারুক খন্দকারের ছেলে সাগর খন্দকার নামে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় সাগর খন্দকার ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত রেড ক্রিসেন্ট মার্কেট এর নিচে পানের দোকান হতে চাঁদা আদায় করছে এমন সংবাদ শোনা যায়। ওই চাঁদা আদায়কে কেন্দ্র করে সেখানে অবস্থানরত ফুটপাতের দোকান মালিকেরা

সাবেক জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্ট কর্মরত কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনুকে বিষয়টি জানানো হলে তিনি সাগর খন্দকারকে তার নিজ বাসভবনের কাছাকাছি কবি জসীমউদ্দীন রোডের হাসিবুল হাসান লাভলুর বাড়ির সামনে ডাকেন এবং বিষয়টি মীমাংসার জন্য বলেন। সাগর খন্দকার ঘটনাটি মীমাংসায় না করে একটি চাইনিজ কুড়াল দিয়ে ফরহাদ হোসেন ঝিনুকে উদ্দেশ্য করে তার গায়ে কয়েকটি কোপ দেন অভিযোগ করেন ভুক্তভোগী। এর পরপরই এলাকার লোকজন তাকে ঘিরে ফেলে এবং সাধারণ জনগণ তাকে মারধর করে কোতয়ালী থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

ফরিদপুর জেলা বিএনপির বর্তমান যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বড় ভাই ফরহাদ হোসেন ঝিনু বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কোতোয়ালি থানা পুলিশ সাগর খন্দকারকে আটক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন বলে জানা যায়।

(আরআর/এসপি/অক্টোবর ১৬, ২০২৪)