ময়মনসিংহে মাদক সম্রাট লালন গাঁজাসহ গ্রেপ্তার
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট লালন শেখকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্ত্বরের সামনে থেকে গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার টাকা সহ সম্রাটকে গ্রেফতার করা হয়। সে কোতোয়ালী থানার রঘুরামপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আসামি লালন শেখের বিরুদ্ধে ৮টি মাদক মামলা আছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ওসি (ডিবি) শহিদুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী লালন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। পরে আমাদের গোয়েন্দা নজরদারিতে এই মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান গাঁজা ও মাদক বিক্রীর টাকা সহ গ্রেপ্তার করি।
গ্রেফতার আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
(এনআরকে/এসপি/অক্টোবর ১৬, ২০২৪)