যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায় চীন
আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সফল অংশীদারিত্ব উভয় দেশের উন্নয়নে বাধা তৈরির চেয়ে সুযোগ সৃষ্টি করতে পারে। বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে এমন তথ্য দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
২০২৪ সালের ন্যাশনাল কমিটি অন ইউএস-চায়না রিলেশনস-এর বার্ষিক পুরস্কার বিতরণের নৈশভোজ উপলক্ষে দেওয়া এক চিঠিতে তিনি এসব কথা বলেন।
শি বলেন, চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে ইচ্ছুক। এটি শুধুমাত্র দুই দেশই নয়, বরং পুরো বিশ্বের জন্য উপকারী হবে।
চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর মধ্যে একটি। মানবজাতির ভবিষ্যৎ ও ভাগ্যের ওপর এই সম্পর্কের প্রভাব রয়েছে।
তবে শি এমন কথা বললেও জাতীয় নিরাপত্তা উদ্বেগ, চলমান বাণিজ্য বিরোধের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড এবং তাইওয়ানের চারপাশে তীব্র সামরিক মহড়া নিয়ে দুই দেশের মতবিরোধ রয়েছে।
এমনকি গত বছর দুই দেশের বাণিজ্য সম্পর্কের আরও অবনতি হয়। বৈদ্যুতিক গাড়ি ও উন্নত সেমিকন্ডাক্টর সম্পর্কিত বিধিনিষেধের মতো বিষয় নিয়েই এমন সংকট দেখা দেয়।
শি বলেন, চীন সবসময় পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও উভয়পক্ষের জন্য লাভজনক সহযোগিতার নীতির ভিত্তিতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক পরিচালনা করেছে এবং সবসময় বিশ্বাস করেছে যে চীন ও যুক্তরাষ্ট্রের সফলতা একে অপরের জন্য একটি সুযোগ।
(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০২৪)